দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ ভোটের ফলাফল ঘোষণার পর বিজেপির একটি দলীয় কার্যালয় ভাঙচুর ও দলের এক্স সার্ভিসম্যান সেলের বিষ্ণুপুর কনভেনর কেশবি নাগার বাড়ির সামনে বোমাবাজি এবং অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। এটি বাঁকুড়ার কোতুলপুরের দেশড়া-কোয়ালপাড়ার ঘটনা।
https://www.youtube.com/watch?v=XqDtmDWUQ7o
দলের এক্স সার্ভিসম্যান সেলের বিষ্ণুপুর কনভেনর কেশবি নাগা সহ তার পরিবারের অভিযোগ, রবিবার ফলাফল ঘোষণার পরে রাত থেকেই একাধিকবার তাদের বাড়ির সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একাধিকবার বোমাবাজি করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=TAB1s9Nw7qM
Sponsored Ads
Display Your Ads Hereএর পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। একই সঙ্গে দেশড়া বিজেপি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ জানানো হয়। এই অবস্থায় তারা সপরিবারে নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানিয়েছেন।
https://www.youtube.com/watch?v=CqNRjidyl1s