ফলাফলের পরেই বিজেপির পার্টি অফিস ভাঙচুর

Share

দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ ভোটের ফলাফল ঘোষণার পর বিজেপির একটি দলীয় কার্যালয় ভাঙচুর ও দলের এক্স সার্ভিসম্যান সেলের বিষ্ণুপুর কনভেনর কেশবি নাগার বাড়ির সামনে বোমাবাজি এবং অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। এটি বাঁকুড়ার কোতুলপুরের দেশড়া-কোয়ালপাড়ার ঘটনা।

https://www.youtube.com/watch?v=XqDtmDWUQ7o

দলের এক্স সার্ভিসম্যান সেলের বিষ্ণুপুর কনভেনর কেশবি নাগা সহ তার পরিবারের অভিযোগ, রবিবার ফলাফল ঘোষণার পরে রাত থেকেই একাধিকবার তাদের বাড়ির সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একাধিকবার বোমাবাজি করেছে।


https://www.youtube.com/watch?v=TAB1s9Nw7qM


এর পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। একই সঙ্গে দেশড়া বিজেপি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ জানানো হয়। এই অবস্থায় তারা সপরিবারে নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানিয়েছেন।

https://www.youtube.com/watch?v=CqNRjidyl1s


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031