অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ গৃহবধূকে তার স্বামী বিষ খাইয়ে খুন করেছে বলে অভিযোগ তুলল মৃতার বাবা। এমনই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার চেপাইগছ এলাকায়।
অভিযোগ ওঠে যে, দুই বছর আগে রবজা খাতুন নামে এক মহিলার জুলফিকার আলমের সাথে বিয়ে হয়। আচমকা এই ঘটনা দেখে ওই গৃহবধূর বাবা আমু মহম্মদ কান্নায় ভেঙে পড়েন। এই বিষয়ে আমু মহম্মদ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=IG6LbXtZ3JY
তিনি জানান, “মেয়ের শ্বশুরবাড়ি থেকে তার পেটে ব্যথা হয়েছে বলে জানানো হয়েছিল। তাই তাকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোম ভর্তি করতে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তিনি সেই শিলিগুড়ি বেসরকারী নার্সিংহোম গিয়ে দেখতে পান তার মেয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে। আশেপাশে কেউ নেই”।
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অবিলম্বে জামাইকে কঠোর শাস্তির পাশাপাশি তাকে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন। চোপড়া পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মৃতার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।