দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে বাঁকুড়ায়। রাতের অন্ধকারে নিরীহ গ্রামবাসীদের ব্যাপক মারধর ও বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে বড়জোড়া বিধানসভা এলাকার পখন্না গ্রাম পঞ্চায়েতের তাজপুরের ঘটনা।
https://www.youtube.com/watch?v=C1DLGuT9Gjo
এই ঘটনার প্রতিবাদে বিজেপি বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের উপর বড়জোড়া মোড়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এই ঘটনায় অসংখ্য যাত্রী এবং পণ্যবাহী যানবাহন আটকে পড়েছে। ঘটনাটির জেরে বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code