বুদ্ধদেব পাত্রঃ পুরুলিয়াঃ ভোট উৎসব শেষ হতেই দোল ও পলাশ উৎসবে মজে উঠলো অযোধ্যা পাহাড় তলির বানজারা ক্যাম্পের পর্যটকরা। আজ রাঙামাটি অযোধ্যার কোলে পলাশ উৎসব ঠিক যেন এক টুকরো শান্তিনিকেতন হয়ে উঠলো।
https://www.youtube.com/watch?v=BM5RoYdUeOo
Sponsored Ads
Display Your Ads Hereবসন্ত কালে অনেকেরই পছন্দ পুরুলিয়া জেলার অয্যোধ্যা পাহাড়। এখানকার প্রাকৃতিক দৃশ্যের টানে পর্যটকদের বার বার ছুটে আসেন। পুরুলিয়া সহ দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা জানান, “শান্তিনিকেতন এখন আর সেই শান্তিনিকেতন নেই”। তাই তারা পলাশের টানে এবং এখানকার মানুষ ও পরিবেশের টানে দোল উৎসবে এখানেই চলে আসেন।
https://www.youtube.com/watch?v=AJvF-Q9XK74
Sponsored Ads
Display Your Ads Hereসব মিলিয়ে অযোধ্যা পাহাড়ের কোলে পলাশ বাগানে দূর-দুরান্তর থেকে আসা পর্যটকদের নৃত্য-সংগীতের অনুষ্ঠানে মোড়া পলাশ উৎসব এক অন্যরকম বর্ণময় পরিবেশে সেজে উঠলো।