Indian Prime Time
True News only ....

E Scooty ও E Toto -র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান K. Enterprise

 

চয়ন রায়ঃ হাওড়াঃ নিত্যদিনের যাতায়াতকে আরো সহজ ও ইচ্ছাধীন করে তুলতে কে.এন্টারপ্রাইজ নিয়ে এসেছে অত্যাধুনিক ব্যাটারী চালিত স্কুটি। যা নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলের সাধ্যের মধ্যেই আছে। এছাড়া এখানে ব্যাটারী চালিত টোটোও পাওয়া যায়।

বর্তমানে পরিবেশ দূষণের মাত্রা বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ফলে নিজেদের সুরক্ষার্থে এবং পরিবেশ দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আনতে ব্যাটারী চালিত পরিবহন এক দারুণ ভূমিকা পালন করছে। আর পরিবেশ সচেতন মানুষরাও এই ধরণের পরিবহন কেনার দিকে আগ্রহী হয়ে উঠছে।

এই ধরণের পরিবহন ব্যাটারী চালিত হলেও এই প্রতিষ্ঠানের তৈরী এক অত্যাধুনিক মেশিনের মাধ্যমে অত্যন্ত সহজেই যেকোনো সময় চার্জ দেওয়া যায়। যার ফলে চার্জ ফুরিয়ে গেলেও সমস্যার সম্মুখীন হতে হয় না।

তাই ব্যাটারী চালিত যানবাহন পরিবেশের ক্ষেত্রে আর সাশ্রয়ের ক্ষেত্রে এককথায় অনস্বীকার্য।

Get real time updates directly on you device, subscribe now.