Indian Prime Time
True News only ....

কয়লা ও গোরু পাচার কাণ্ডে তলব করা হলো পুলিশকর্মীদের

- Sponsored -

- Sponsored -

চয়ন রায়ঃ কলকাতাঃ এবার CBI গোরু পাচারকাণ্ডে ৬ জন পুলিশকর্মী ও কয়লা পাচার কাণ্ডে ৬জন পুলিশকর্তাকে তলব করেছে। যে ৬ জন পুলিশকর্তাকে তলব করা হয়েছে তাঁদের মধ্যে একজন ডিএসপি পদমর্যাদার ও ২ জন আইপিএস কর্তা। আর তাঁদের মধ্যে একজন আগে মুর্শিদাবাদ জেলার এসপি হিসাবে কাজ করেছেন।

CBI-র পক্ষ থেকে জানা যায়, যে ১২জনকে তলব করা হয়েছে তাঁদের আগামী সপ্তাহের মধ্যে CBI কার্যালয় অর্থাৎ কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়।

সূত্রের তরফ থেকে জানা গেছে, গোরু ও কয়লা পাচার কাণ্ডের টাকা সরাসরি গনেশ বাগারিয়ার কাছে এসেই পৌঁছাত। CBI-এর তৃতীয় হাজিরার নোটিশের পর উত্তর দিয়ে তিনি জানান, “এতদিন তিনি চিকিত্‍সার জন্য দুবাইতে ছিলেন এবং গত সপ্তাহতেই ফিরেছেন তিনি। 

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তাই খুব তাড়াতাড়ি CBI কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত গনেশ বাগাড়িয়াকেও তলব করতে পারেন। তাকে জেরা করে এই পাচার কাণ্ডের সঙ্গে জড়িত অনেকের নাম উঠে আসতে পারে।

অপরদিকে গোরু এবং কয়লা পাচার চক্রের অন্যতম আরেক অভিযুক্ত কিংপিন বিনয় মিশ্রের খোঁজ করছে CBI। আজ লুকআউট নোটিশ জারি হওয়া বিনয় মিশ্রের CBI-র কাছে হাজিরা দেওয়ার কথা আছে।

তবে CBI এই পুরো ঘটনার তদন্তে নামে। 

 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored