মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় শৌচাগারে বোমা বিস্ফোরণের জেরে এক জন কিশোরের মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার দু’জন। ধৃতদের মধ্যে এক জন ৩০ বছর বয়সী বাপ্পা বিশ্বাস ও অন্য জন পঞ্চাশোর্ধ্ব অসিত অধিকারী।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাপ্পা এবং অসিত শৌচাগারে বোমা রেখেছিলেন। আপাতত তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এই ঘটনার পিছনে উদ্দেশ্য কি আর কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।