স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ রাস্তায় গরু বাঁধাকে কেন্দ্র করে বচসার জেরে তৃণমূল কর্মীকে পাখি মারা বন্দুক দিয়ে গুলি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি তেঘরী দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
https://www.youtube.com/watch?v=hNrEuWmPGAM
Sponsored Ads
Display Your Ads Hereসূত্রের খবর অনুযায়ী জানা যায়, সকালে স্থানীয় রাস্তায় গরু বাঁধাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। বচসার জেরে হাতাহাতি শুরু হয়। এরপর লাঠিসোটা নিয়ে মারধর শুরুর পর মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রথমে বেথুয়াডহরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় মিঠুন মল্লিক নামে এক যুবককে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মিঠুন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=esmOwXoPE9k
মিঠুনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, “বিজেপি কর্মী সমর্থকরাই তৃণমূল কর্মী মিঠুনকে গুলি করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ”।