পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগনাঃ দক্ষিণ চব্বিশ পরগণার গড়িয়া এলাকায় ফ্ল্যাট থেকে উদ্ধার ১৭ বছর বয়সী ১ জন ছাত্রীর দেহ। মৃতের নাম স্নেহা মুণ্ডা। যাদবপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, অনেক আগে স্নেহার বাবা মারা গিয়েছেন। তাই স্নেহা ও তার বোন বাড়িতে থাকত। মা কাজের সূত্রে বেশীরভাগ বাইরে থাকত। বৃহস্পতিবার স্নেহার যাদবপুর বিদ্যাপীঠের টেস্ট পরীক্ষার ফল বেরোয়। আর পাশ না করেও মাকে ফোনে পাশ করার কথাও জানায়। তখন মা তাকে ফলাফলের একটি ছবি তুলে পাঠাতে বলেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় পাশ করতে না পেরে লজ্জায় আত্মঘাতী হয়েছে। এরপর মা ফ্ল্যাটে ঢুকে স্নেহার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত দেহ দেখে চিৎকার করে উঠতেই প্রতিবেশীরা ছুটে আসেন। তারপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্নেহাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।