মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গায় এক নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতার বাড়ি হাবড়া থানা এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ওই নাবালিকা একটি দোকানে খাবার কিনতে গেলে দোকান থেকে বাড়ি ফেরার সময় তিন জন দুষ্কৃতী মুখ চেপে ধরে মোটর বাইকে তুলে নিয়ে গিয়ে দেগঙ্গার একটি পেঁপে ক্ষেতের মধ্যে গণধর্ষণ করে। অনেকক্ষণ সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তবে ওই নাবালিকাকে এলাকাবাসীরা উদ্ধার করে পরিবারের কাছে খবর পৌঁছে দেন। তারপর রক্তাক্ত অবস্থায় দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করানো হলে শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ থেকে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়।