দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ বীরভূমের মহঃ বাজার থানার অন্তর্গত শেওড়াকুড়ি বাসস্ট্যান্ড থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো। জানা গেছে ধৃতের নাম উজ্জ্বল বাগদী।
https://www.youtube.com/watch?v=P6LcOSjm4zA
Sponsored Ads
Display Your Ads Hereমহঃ বাজার থানার পুলিশের অতর্কিত হানায় উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির কাছ থেকে ৭ এমএম ও ৯ এমএম দু’টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং দু’টি ম্যাগাজিন পাওয়া গেছে। এছাড়াও ৬+১৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনার পর উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি এই সকল আগ্নেয়াস্ত্র কি কারণে মজুত রেখেছিলেন? মহঃ বাজার থানার ইন্সপেক্টর শেখ মহম্মদ আলীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে উজ্জ্বলকে গ্রেপ্তার করে সেইসঙ্গে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ওই দুষ্কৃতীকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।