নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ রেকর্ড পরিমাণ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে আছে। ৪৬ বছরের ইতিহাসে দিল্লিতে এতো পরিমাণ বৃষ্টির নজির নেই। দিল্লির পাশাপাশি নয়ডা ও গুরগাঁওতেও প্রবল বৃষ্টি চলছে।
এখন দিল্লির রাজপথ নদীর আকার ধারণ করেছে। এমনকি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান জলে ভাসমান অবস্থায় রয়েছে। রানওয়েতে জল দাঁড়িয়ে গেছে। যাত্রীদের ওয়েটিং লাউঞ্জেও জল জমে যায়। তবে জল দ্রুত বের করার কাজ শুরু হয়ে গেছে। ফলে বেশ কিছু বিমানের সময় সূচীতে পরিবর্তনও করা হয়।
মধু বিহার অঞ্চলের রাস্তায় চলাচলকারী বাসের বেশ কিছুটা অংশ জলে জমে আছে। রাস্তায় জল জমে থাকায় দিল্লির জনজীবনও অনেকটাই ব্যাহত হচ্ছে। আবার জল জমে থাকায় বেশ কিছু জায়গায় লম্বা ট্রাফিক হয়ে গেছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় আরো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অবধি দিল্লির কিছু কিছু অংশে হাজার মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে।