নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ সমুদ্রে স্নান করতে গিয়ে এক যুবক জলের তোড়ে একেবারে তলিয়ে গেলেন। আর দেহ ভেসে উঠল ওড়িশায়। মৃতের নাম নাম প্রীতম সাধুখাঁ।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, প্রীতম নদীয়ার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা। বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে গিয়েছিলেন। বিকেলবেলা নিউ দিঘার ক্ষণিকা ঘাটে সবাই মিলে স্নান করতে নেমেছিলেন। কিন্তু স্নানের পর বাকিরা উঠে এলেও প্রীতমের আর খোঁজ পাওয়া যায়নি।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। তখন প্রীতমের বন্ধুরা থানায় গিয়ে নিখোঁজ ডায়েরী করলে পুলিশও সন্ধান শুরু করে। যদিও কেউ কেউ ভেবেছিলেন প্রীতম হয়তো বাড়ি ফিরে গিয়েছিলেন।
কিন্তু গতকাল সকালে মৃত যুবকের দেহ ওড়িশার উদয়পুরে ঘাটে ভেসে উঠলে সেখানকার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে। এরপর দিঘা থানার পুলিশ প্রীতমের বন্ধুদের ওড়িশায় পাঠিয়েছে।
প্রসঙ্গত সম্প্রতি আচমকা দিঘার সমুদ্রে জল সম্পূর্ণ ঘোলা হয়ে গিয়েছিল। প্রশাসনের তরফে বিপদ এড়াতে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তাই স্বাভাবিক ভাবেই পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
এদিকে ওই যুবকের তলিয়ে গিয়ে মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।