ব্যুরো নিউজঃ আমেরিকাঃ এবার এড্সের সংক্রমণ আটকানোর জন্য বাজারে নতুন ইঞ্জেকশন আসছে। এক মাসের ব্যবধানে দু’টি ও পরে দু’মাসের ব্যবধানে দু’টি ইঞ্জেকশন নিলেই এড্স ভাইরাস কিংবা এইচআইভির সংক্রমণ আটকানো যাবে।
সোমবার আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)’ এড্স আটকানোর এই নতুন ইঞ্জেকশনটির অনুমোদন পেয়েছে।
ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ‘‘ইঞ্জেকশনের মাধ্যমে ‘আরপেটুড’ নামে ওষুধটি এক মাসের ব্যবধানে দু’বার দেওয়া হবে। এরপর দু’মাস অন্তর আরো দু’বার ওষুধটি ইঞ্জেকশনের মাধ্যমে নিতে হবে তাতেই এড্সের সংক্রমণ আটকানো যাবে’’।
ইতিমধ্যে মানুষের উপর পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে যে, এই ইঞ্জেকশন ৯৯ শতাংশ ক্ষেত্রে কার্যকর হয়েছে। এদিকে বাজারে চালু এইচআইভির এই দু’টি দামী ওষুধের সাফল্যের হার কিছুটা কম।
বর্তমানে এড্স আটকানোর জন্য ‘ট্রুভাডা’ এবং ‘ডেসকোভি’ ওষুধ সবচেয়ে বেশী ব্যবহার হয়। কিন্তু প্রতিদিনই এই দু’টি ওষুধ রোগী ও পরিবারের সদস্যদের খেয়ে যেতে হয়। তবে নতুন ইঞ্জেকশনের ক্ষেত্রে মাত্র চার বার ব্যবহার করলেই আর ওষুধ খেতে হবে না।