Indian Prime Time
True News only ....

৬০ বছরে এসে এবার বিয়ে করতে চলছেন বঙ্গ বিজেপির চর্চিত মুখ দিলীপ ঘোষ

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামীকাল বিবাহ করতে চলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার। বাড়ি নিউটাউনে। কিন্তু সাত পাকে বাঁধা নাকি শুধুই রেজিস্ট্রি তা স্পষ্ট নয়। গোধূলী লগ্নেই বিয়ে হবে। রেজিস্ট্রিতে দুই পরিবারের পরিজনরা হাজির থাকবেন। ইতিমধ্যেই দিলীপ ঘোষের মা পুষ্পলতা দেবী কলকাতায় নিউটাউনের বাড়িতে এসেছেন বলে জানা যাচ্ছে। দিলীপ ঘোষের সাথে রিঙ্কুর বিজেপি করার সূত্রেই আলাপ বলে জানা যাচ্ছে। কার্যত ‘পাকা কথা’ নাকি হয় গত ৩ এপ্রিল ইডেনে আইপিএলে কেকেআরের ম্যাচ দেখতে দেখতে। ওই দিন ক্লাব হাউসের ১১ নম্বর বক্সে বসে খেলা দেখেন দিলীপ, তাঁর হবু স্ত্রী এবং হবু শ্বশুরবাড়ির লোকেরা।

রিঙ্কু কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সাথে যুক্ত। রিঙ্কু বিবাহ বিচ্ছিন্না। ২৫ বছরের একটি ছেলে আছে। সল্টলেকের তথ্য প্রযুক্তি সেক্টরে কাজ করেন। দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহলের দাবী, “মায়ের জোর করাতেই বিয়ে করছেন।” জানা গিয়েছে, তাঁর মা বলেছেন যে, “আমি না থাকলে তোকে কে দেখবে!” আর মায়ের এই কথাই ষাট বছর বয়সী দিলীপ ঘোষকে বিয়ে করতে প্রভাবিত করেছে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে বঙ্গ রাজনীতির আঙিনায় জোর চর্চা চলছিল। এক্ষেত্রে দিলীপ ঘোষের নামও শোনা যাচ্ছিল।

কিন্তু, এখনও পাকাপাকিভাবে কোনো নামই সংগঠনের তরফে জানানো হয়নি। এরইমধ্যে দিলীপ ঘোষের বিয়ের খবর নিয়ে বিজেপি নেতৃত্ব সহ সমগ্র রাজ্য-রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। উল্লেখ্য, রাম নবমীর দিনও দিলীপ ঘোষকে গেরুয়া পাগড়ি মাথায় বুলেট হাতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল। একেবারে স্বমেজাজে রাস্তায় দাপিয়ে বেড়ান। তবে, তার দশ দিনের মাথায় যে তিনি বিয়ে করতে চলেছেন তা দলের অনেকেই টের পাননি।

সূত্রের খবর, দিলীপ ঘোষ বিয়েতে খুব বেশী আড়ম্বর পছন্দ করেন না। বাড়িতেই একেবারে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই রিঙ্কুকে পাকাপাকিভাবে ঘরে তুলতে চলেছেন। আমন্ত্রিতের সংখ্যাও খুব বেশী নয়। একেবারে নিকট কিছু মানুষেরাই থাকবেন। তারমধ্যে আবার বেশীরভাগই হবু স্ত্রীর নিকটাত্মীয়। অনেকের কথায় দিলীপ ঘোষকে মায়ের বোঝানোর পিছনে নাকি রিঙ্কুর ভূমিকা আছে।

Get real time updates directly on you device, subscribe now.