নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ আজ রাতেরবেলা গুজরাতের জামনগর জেলার কালাভাদ রোডের সুভারদা গ্রামের কাছে বায়ুসেনার জাগুয়ার ফাইটার জেট মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে বিমানটিতে আগুন জ্বলে ওঠে। আর সমগ্র এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই কালো ধোঁয়া ও বিকট শব্দে শুনে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। আর ছুটে আসেন।
সূত্রের খবর, যুদ্ধবিমানটি জামনগরের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎই মাটিতে পড়ে ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে যায়। এরপর পুলিশ এবং দমকল বিভাগকে খবর দেওয়া হলে পুলিশ এবং দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। জামনগরের পুলিশ সুপার প্রেমসুখ দেলু ঘটনাস্থলে এসে পৌঁছান। পাশাপাশি এয়ার ফোর্স বিভাগকেও ঘটনাটি জানালে এয়ার ফোর্স আধিকারিকরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। ইতিমধ্যে এলাকাবাসীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই দুর্ঘটনায় একজন পাইলট নিখোঁজ হয়ে পড়েছেন। আর অপর পাইলটকে কোনোক্রমে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আপাতত নিখোঁজ পাইলটের খোঁজ চলছে।