নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদার মোথাবাড়ি থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ কলোনী এলাকায় আড়াই বছর বয়সী এক জন শিশু খেলতে খেলতে ছাদ থেকে পড়ে গিয়েছিল। এরপর আহত শিশুটিকে গাড়িতে করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িটি ব্রেক ফেল করে উল্টে যায়। তাতে শিশু সহ মোট পাঁচ জন আহত হয়েছেন। আর যে শিশুটি ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে, সে হলো আয়াত খাতুন।
এছাড়া হাসপাতালে যাওয়ার পথে ২০ বছর বয়সী তেজাল তসলিম, ২২ বছর বয়সী জৈনাব খাতুন, ২৭ বছর বয়সী নুরিকা খাতুন ও ৪৪ বছর বয়সী ফরিদা বিবি আহত হয়েছেন। আপাতত আয়াত, তেজাল, জৈনাব খাতুন, নুরিকা এবং ফরিদাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ওই খবর পেয়ে মালদা মেডিকেল হাসপাতালে দেখা করতে যান।