Indian Prime Time
True News only ....

মালদায় বন্ধ হয়ে গেল একটি বেসরকারী নার্সিংহোম

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার গাবগাছি এলাকায় রাতারাতি একটি বেসরকারী নার্সিংহোম বন্ধ করে দেওয়া হল। এই নার্সিংহোমে এক জন আদিবাসী মহিলাকে চিকিৎসার নামে আটকে রাখা হয়েছিল। এবার প্রশাসন এই নার্সিংহোম সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে। লাইসেন্সও বাতিল করা হচ্ছে। আর ৭২ ঘন্টার মধ্যে এই নার্সিং হোমে ভর্তি থাকা সমস্ত রোগীকে অন্যত্র স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে এই নার্সিং হোম সিল করে দেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, ২০২২ সালে জেলা প্রশাসনের সার্ভেলেন্স টিম এই এলাকায় একটি নার্সিংহোমে হানা দিয়ে দেখে, নার্সিং হোমের নুন্যতম পরিকাঠামো নেই। ওষুধ-ইনঞ্জেকশন সব কিছুই মেয়াদ উত্তীর্ণ। প্রশিক্ষিত নার্স ও আরএমও অবধি নেই। আর চিকিৎসকও নেই। এছাড়াও একাধিক অসঙ্গতি নজরে আসে। তখন নার্সিংহোমের লাইসেন্স বাতিল করে চোদ্দ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। এরপর ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে নার্সিংহোম কর্তৃপক্ষ হাইকোর্টের দ্বারস্থ হয়। তবে আদালতের রায় রাজ্য সরকারের পক্ষেই যায়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তারপরই জেলা শাসকের দপ্তর থেকে অবিলম্বে নার্সিংহোমে নতুন করে রোগীদের ভর্তি নেওয়া বন্ধ করা এবং ৭২ ঘণ্টার মধ্যে ভর্তি থাকা সমস্ত রোগীকে সরকার হাসপাতালে স্থানান্তরের নির্দেশিকা জারি করা হয়। অন্যদিকে, ২০২৩ সালের নভেম্বর মাসে নার্সিং হোমের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নার্সিংহোম কর্তৃপক্ষ লাইসেন্স ছাড়াই পরিষেবা চালিয়ে যায়। জেলা শাসক নিতীন সিংহানিয়া জানান, “মালদা শহর সংলগ্ন মালদা নার্সিংহোম সিল করার নির্দেশিকা জারি হয়েছে। লাইসেন্স বাতিল করা হয়েছে। চিকিৎসা পরিষেবা নিয়ে কোনোরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored