চয়ন রায়ঃ কলকাতাঃ আজ দুপুরবেলা ৩টে নাগাদ পার্ক সার্কাস স্টেশনের কাছে একটি চামড়ার কারখানায় আগুন লেগে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে আশপাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এরপর শীঘ্র দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা প্রায় চোদ্দটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এদিকে, কারখানার পাশেই পার্ক সার্কাস স্টেশনের অফিস রয়েছে। কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখে ট্রেনযাত্রীরা প্ল্যাটফর্ম ও ওভারব্রিজে ভিড় জমান।
পরে রেলপুলিশ ঘটনাস্থলে পোঁছে যাত্রীদের সরিয়ে দেয়। তারপর প্ল্যাটফর্মের উপর দিয়েই দমকলের পাইপ নিয়ে এসে সেই পাইপের মাধ্যমে জল দেওয়া হয়। অর্থাৎ দমকল কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়। আর পাশেই স্টেশন থাকায় আগুন যাতে অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে, সেদিকেও নজর রাখা হয়। তবে আগুন লাগলো কিভাবে, তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। যদিও আগুন লাগার কারণ জানতে সমগ্র বিষয়টি খতিয়ে দেখা হবে।