নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রতাপপুর এলাকায় বাড়ি থেকে উদ্ধার ১ জন ব্যক্তির দেহ। মৃতের নাম বাপি দাস। বয়স ৫০ বছর। পেশায় একজন লরিচালক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল হইচই ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, বাপিবাবুর পৈত্রিক বাড়ি সূতির আহিরণ এলাকায়। কিন্তু কাজের সুবিধার জন্য দীর্ঘ তিন বছর থেকে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রতাপপুর এলাকায় প্রতিমা হালদার নামে এক মহিলার বাড়িতেই দোতলায় ভাড়া থাকতেন। গত তিন দিন থেকে এই বাড়ি থেকে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছিল। ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। ফলে প্রতিমা দেবীকেও খবর দেওয়া হয়। তবে এদিন এলাকাবাসীরা বাধ্য হয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশের কাছে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা ভাঙতেই সকলে হতভম্ভ।
অবশেষে বাপিবাবুর পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু এই মৃত্যু কি কারণে ঘটেছে তা জানতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে তার স্ত্রীও মারা গিয়েছেন।