নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার ডোমজুড়ের ঝাপড়দহ এলাকায় ওএনজিসির রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগে পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। পাঁচ হাজার বর্গফুট এলাকায় আগুন জ্বলছে। এছাড়া কারখানার ছাদও উড়ে গিয়েছে। এই ঘটনায় দ্রুত দমকল বিভাগে খবর দেওয়া হলে প্রাথমিকভাবে দমকলের পনেরোটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করছিল। কিন্তু আগুনের যা তীব্রতা, তা কেবল দমকলের ইঞ্জিন মারফত জল দিয়ে নেভানো সম্ভব নয়। ফলে রাসায়নিক কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জানা যায়, প্রায় দেড়শোটির কাছাকাছি তেলের ট্যাঙ্কার মজুত ছিল। সেগুলো পর পর বিস্ফোরণে সমগ্র এলাকা কেঁপে উঠছে। একে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ সাথে ঝোড়ো হাওয়ায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। যেহেতু এই কারখানা জনবসতির বাইরে তাই আহত বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ দমকল কর্মীরা ভিতরে ঢুকতেই পারেননি। অন্য পন্থায় আগুন আয়ত্তে আনার কথা ভাবা হচ্ছে।
কিন্তু ফাঁকা এলাকার মধ্যেই কারখানার শ্রমিকরা ঘর বেঁধে থাকেন। অতএব ইতিমধ্যেই তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এখনো অবধি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের ইঞ্জিন আরো বাড়ানো হবে বলে খবর পাওয়া গিয়েছে। আপাতত এলাকায় র্যাফ নামানো হয়েছে। তবে ঠিক কি কারণে আগুন লেগেছে, তা সঠিক ভাবে জানা না গেলেও সমস্ত ঘটনাটি তদন্ত করে দেখা হবে।