পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরিতে একটি বাড়িতে বাজি বানানোর সময় বিস্ফোরণ ঘটে ইতিমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন শিশু রয়েছে। কিন্তু এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এলাকার বাসিন্দা চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বাসন্তী পুজোর জন্য বাজি তৈরী হচ্ছিল। এরপর রাতেরবেলা ৯টা ৩০ মিনিট নাগাদ আচমকা বিস্ফোরণ হতেই গোটা এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। আর পুরো বাড়িতে আগুন ধরে যায়। এছাড়া সমগ্র এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এদিকে, বিস্ফোরণের আওয়াজ পেয়েই এলাকাবাসীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি ঢোলাহাট থানার পুলিশ ও দমকল বিভাগকেও খবর দেওয়া হলে পুলিশ এবং দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।
উল্লেখ্য, এর আগে পূর্ব মেদিনীপুরের খাদিকুলে বেআইনী বাজি কারখানায় বিস্ফোরণের কারণে একাধিক জনের মৃত্যু হয়। এরপর মহেশতলা, চম্পাহাটিতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এবার বিস্ফোরণস্থল পাথরপ্রতিমা। কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে কিভাবে তা নিয়ে পুলিশের তদন্ত শুরু হয়েছে।